ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডাসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক ভিডিও বার্তায় প্রথমে সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
ভিডিও বার্তায় ট্রুডো বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ এক মাস রোজা পালনের পর মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করেন।
তিনি বলেন, এ বছর অটোয়াতে ইফতারের আয়োজন করতে পেরে এবং ক্যামব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি খুব আনন্দিত।
মুসলিমদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, ইসলামভীতি বাড়ছে, এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা শুনেছি। আপনাদের ধৈর্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্রপূর্ণ দেশ।
ট্রুডো বলেন, ‘সব ধর্মের মানুষই এখানে নিরাপদ। সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কানাডার উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদযাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
আরএ/