আমিরাতে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
সংযুক্ত আরব আমিরাতের আকাশে রবিবার (০১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (২ মে)।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) জানিয়েছে, আবুধাবির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তবে বৈরি আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিদ্যার কৌশল ব্যবহার করে চাঁদ উঠার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে শনিবার (৩০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেনের মতো দেশগুলোতে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে ঘোষণা দেয়।
এদিকে, বাংলাদেশে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়েছে। রবিবার (০১ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখতে না পাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আরএ/