মারিউপলের ইস্পাত কারখানা ছেড়েছে ২৫ বেসামরিক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের অবরুদ্ধ আজাভস্টল ইস্পাত কারখানা থেকে ২৫ জনের মতো বেসামরিক বেরিয়ে আসতে পেরেছেন। বৃটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজাভস্টল হলো ইউক্রেনিয় সেনাদের প্রধান ঘাঁটি, যা এক সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছিল রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সৈন্যদের বলেছিলেন, ওই কারখানা ও সংশ্লিষ্ট এলাকা এমনভাবে ঘেরাও করে রাখতে, যেন মাছিও বের হতে না পারে। তার ওই নির্দেশের পর শনিবারই প্রথম কোনো বেসামরিক আজাভস্টল ছাড়ল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ওই করাখানায় আটকে পড়া এক হাজারের বেশি বেসামরিককে মুক্ত করার ব্যাপারে আলোচনা চলছে। এদিকে রাশিয়া জানাচ্ছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের আক্রমণের তীব্রতা আরও বাড়াবে।
রুশ গণমাধ্যম বলা হয়েছে, শনিবার ২৫ বেসামরিক আজাভস্টল কারখানা ছেড়েছে। এ বেসামরিকদের মধ্যে ১৪ বছরের কম বয়সী ৬ শিশুও রয়েছে। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা বলতে পারেনি তারা। অন্যদিকে ইউক্রেনের সেনারা বলছে, ২০ নারী ও শিশু আজাভস্টল ছেড়ে বের হয়েছে।
আজাভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার জানান, তাদের উপযুক্ত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড জাপোরিজজিয়াতে নিয়ে যাওয়া হবে।
মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো এর আগে বিবিসিকে বলেছিলেন, আজাভস্টলে আটকা পড়ারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। তারা অপেক্ষা করছে, তাদের যেন উদ্ধার করা হয়, তার জন্য প্রার্থনা করছে। তাদের জীবন বাঁচাতে আমাদের হাতে কত দিন বা ঘণ্টা আছে তা বলা মুশকিল।
ইউক্রেনের দক্ষিণের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া চেষ্টা করছে রাশিয়া। মারিউপোলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে পারলে তাদের ওই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের ভূমিকা রাখবে। মারিউপোলের নিয়ন্ত্রণ পেলে ইউক্রেইনের পশ্চিম সীমান্তলাগোয়া মলদোভায় রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা ট্রান্সনিস্ত্রিয়ায় যাওয়াও সহজ হবে।
শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় তিনটি বিস্ফোরণে শহরের বিমানবন্দরের রানওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দ্র মোতুজায়াঙ্ক বলেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের পাশাপাশি অন্যান্য অঞ্চলেও তাদের আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে।
এসএন