পাকিস্তানে বিস্ফোরণে ৩ চীনা নাগরিকসহ নিহত ৪
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাড়ি বিস্ফোরণে তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
ডনের খবরে বলা হয়, করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটি চীনা ভাষা শিক্ষাকেন্দ্রের কাছে গাড়িটি বিস্ফোরিত হয়। নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহত তিন চীনা নাগরিক হলেন— কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই। নিহত অপরজন হলেন পাকিস্তানি গাড়িচালক খালিদ।
দেশটির পুলিশ জানিয়েছে, গাড়িটিতে সাত থেকে আটজন আরোহী ছিলেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের ধারণা, এটি আত্মঘাতী হামলাও হতে পারে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পূর্ব মুকাদ্দাস হায়দার বলেছেন, বোম্ব ডিসপোজাল স্কোয়াড বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কাজ করছে।
প্রাথমিক তদন্তে বোরকা পরা এক নারী আত্মঘাতী বিস্ফোরণে জড়িত থাকতে পারেন বলে জানা গেছে, বলেছেন করাচি পুলিশের প্রধান গোলাম নবী মেমন।
আরএ/