ইমরান ‘মিথ্যাবাদী এবং ভণ্ড’: পাক তথ্যমন্ত্রী
পাকিস্তানের তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে যে ইমরান একজন ‘মিথ্যাবাদী এবং ভণ্ড’।
শুক্রবার (২২ এপ্রিল) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইমরানকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এরপর যখন নির্বাচন হবে, তখন আরটিএসের (রেজাল্ট ট্রান্সমিশন সিস্টেম) ভুল আর হবে না।’
পাঞ্জাবের দাশকা অঞ্চলের ভোট কারচুপির কথা উল্লেখ করে তিনি বলেন, এবার দাশকায় কুয়াশা দেখা যাবে না। এবার, ব্যালট বাক্স দাশকার মতো চুরি হবে না। এবার, পাকিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তারা দাশকাতের মতো নিখোঁজ হবেন না।
আমরা ইমরান খানের শাসনব্যবস্থাকে উড়িয়ে দিয়েছি জানিয়ে মন্ত্রী দাবি করেন, পাকিস্তানের জনগণ এবার তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং তারা ইমরান খানকে আবার ভোট দেবেন না। তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে যে ইমরান একজন ‘মিথ্যাবাদী এবং ভণ্ড’।
দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান মিনার-ই-পাকিস্তানে এক সমাবেশে হাজার হাজার সমর্থকের উপস্থিতির একদিন পর আওরঙ্গজেব এই বিবৃতি দিলেন। সমাবেশে ইমরান অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর ইমরান খান ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসছেন। তিনি নতুন শেহবাজ শরীফ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে ‘আমদানি করা’ বলে খারিজ করেছেন।
আরএ/