শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী চীন: শি জিনপিং
আন্তর্জাতিক বিতর্কের শান্তিপূর্ণ সমাধানে চীনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আরও জানান, তার দেশ অযৌক্তিকভাবে নিষেধাজ্ঞা আরোপেরও বিরোধী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) হেইনান প্রদেশে একটি আন্তর্জাতিক ফোরামে দেওয়া শি জিনপিংয়ের বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, ‘সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে বেইজিং। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়াদিতেও হস্তক্ষেপের বিরোধী।’
শি জিনপিং বলেন, ‘সব ধরনের দ্বিচারিতা প্রত্যাখ্যান করছে চীন। আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য এবং বিতর্ক শান্তিপূর্ণভাবে সমাধানে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানো থেকে বিরত থাকার নীতির প্রতি এখনো অবিচল রয়েছে বেইজিং। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ প্রয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে জাতিসংঘে ক্রেমলিনের সমালোচনা করে আনা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত কিংবা রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে চীন।
এসএ/