পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বিলাওয়াল
অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১১ এপ্রিল শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। আজ শপথ নিচ্ছে দেশটির নতুন মন্ত্রিসভা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইমরানের বিদায়ের আগে থেকেই জোর গুঞ্জন চলছিল দেশটিতে নতুন সরকার গঠন হলে বিলাওয়াল হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। এবার সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হতে যাচ্ছে বলে পিএমএল-এন নেতা শাহজেব খানজাদা পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজকে নিশ্চিত করছেন।
পাকিস্তানে ক্ষমতার বিচারে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পরই আছেন পররাষ্ট্রমন্ত্রী। সদ্যবিদায়ী ইমরান খান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন বিলাওয়াল। এবার তার হাতেই যাচ্ছে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
শাহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পেছনে ইমরানবিরোধী পুরো রাজনৈতিক জোটেরই অবদান আছে। সে কারণে এসব দলের নেতাদেরই উপস্থিতি থাকবে মন্ত্রিসভায়, এটাই স্বাভাবিক।
শাহজেব খানজাদা জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বলেও জানান তিনি।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ শাহ বলেছেন, নতুন মন্ত্রিসভায় ১৪ মন্ত্রী পাচ্ছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। পিপিপি ১১, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিকেরা ৭ জন মন্ত্রী পাচ্ছে।
সম্ভাব্য মন্ত্রীরা হলেন–বিলাওয়াল ভুট্টো জারদারি, খাজা আসিফ, মিফতা ইসমাইল, জাহিদ হামিদ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, রানা তানভির, শহিদ খাকান আব্বাসি, খাজা সাদ রফিক, হিনা রাব্বানি খার ও শাজিয়া মারি।
প্রধানমন্ত্রী শাহবাজ জোটের শরিকদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে রাজি করাতে পারছিলেন না। যে কারণে মন্ত্রিসভাও গঠন করতে পারছিলেন না। শেষ পর্যন্ত গতকাল সোমবার (১৮) শপথগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। তবে প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে অপারগতা জানানোয় পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে আজ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।
এসএ/