মোদিকে শাহবাজের চিঠি, শান্তি প্রতিষ্ঠার আহ্বান
জম্মু-কাশীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) ওই চিঠিতে ভারত ও পাকিস্তানের ‘পারস্পরিক শান্তি ও সমৃদ্ধির স্বার্থে’ জম্মু-কাশ্মীর বিরোধ সমাধানের আহ্বান জানান শাহবাজ।
চিঠিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান, কাশ্মীর বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে পাকিস্তান বরাবর প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ত্যাগ ও অবদানের কথা সবাই জানে এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত।”
শাহবাজ শরিফ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য অপরিহার্য।’
এর আগে নিজের প্রথম ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে গেলে উভয় দেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানে জোর দেওয়া যাবে।’ কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
গত ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখারও আশা প্রকাশ করেন মোদি।
টুইট বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ভারতের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।’
এসএ/