আল-আকসায় ফের ইসরায়েলি হামলা, আহত ১৭
দুই দিন পর আবারও ফিলিস্তিনের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (১৭ এপ্রিল) ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫২ জন ফিলিস্তিনি আহত হন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানে ইহুদিদের নিয়মিত পরিদর্শনের সুবিধার্থে রোববার তাদের পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। সে সময় ফিলিস্তিনিরা পুলিশকে বাধা দেয়। পরে ফিলিস্তিনিদের মসজিদের বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু বেশ কয়েকজন মসজিদের ভেতরেই অবস্থান করে। এ সময় দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে পুলিশ।
রেডক্রস জানায়, পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাটি অভিযোগ করে বলে, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে ও উদ্ধারকাজ চালাতে তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ।
এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানান, সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
পূর্ব জেরুজালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। প্রায়ই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে। গত বছর রমজানজুড়েই এ এলাকায় অস্থিরতা ছিল। এবারও একই অবস্থা সৃষ্টি হয়েছে।
আরএ/