মিয়ানমারে ১৬২৯ কারাবন্দিকে মুক্তি দিল জান্তা সরকার
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স
মানবতা লঙ্ঘনকারী মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির নববর্ষ উপলক্ষে এক হাজার ৬২৯ কারাবন্দিকে সাধারণ ক্ষমা করে মুক্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে ৪২ জন বিদেশি কারাবন্দিও রয়েছেন।
রবিবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।
মিয়ানমারের সেনা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ‘৪২ জন বিদেশি বন্দিসহ ১ হাজার ৬২৯ কারাবন্দিকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়া হচ্ছে।’
বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণার খবরে রোববার স্বজনরা ইনসেইন কারাগারের সামনে ভিড় করছেন। ঘটনাস্থলে থাকা স্থানীয় প্রতিনিধি রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ইনসেইন কারাগার থেকে কোনো রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়নি।
গত বছর ২৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই তুলনায় এবারের সংখ্যাটা অনেক কম।
অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) হিসাব অনুসারে, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।
গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। সেসময় ক্ষমতাচ্যুত সরকারের নেতা ও নোবেলজয়ী অং সান সু চিকেও বন্দি করা হয়। এর পর থেকে সামরিক সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো দেশ।
আরএ/