এবার ১৮ ইইউ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
বিভিন্ন দেশের দূতাবাস থেকে রুশ কর্মীদের বহিষ্কারের জবাবে এবার রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বহিষ্কারদের যত দ্রুত সম্ভব রাশিয়া ফেডারেশন ছেড়ে চলে যেতে হবে।
শুক্রবার (১৫ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় মস্কো। খবর রয়টার্স।
এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায় বলে নিন্দা করে ইইউ বলেছে, ‘রাশিয়া কর্তৃপক্ষের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। পুরোপুরিভাবে পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নিয়েছে মস্কো।’
বিবিসি জানায়, ইইউ দেশগুলো থেকে গত মাসে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
গত মার্চ মাসের শেষের দিকে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক সমন্বিতভাবে একটি নির্দেশ দিয়ে মোট ৪৩ জন রুশ দূতাবাস কর্মীকে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিষ্কার করে। এরপর গত ৫ এপ্রিলে ইইউ ১৯ রুশকে তাদের কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
ইউরোপীয় দেশগুলোর এমন পদক্ষেপের পাল্টা জবাব দিল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা রাশিয়ায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতকে ডেকে তার কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে।
দ্বিপক্ষীয় সংলাপ ও সহযোগিতার পরিকল্পনা বরাবরই ধ্বংসের জন্য ইইউকে দায়ী করেছে রাশিয়া।
এদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার ইইউ মিশন থেকে বলা হয়েছে, ‘রাশিয়া (কূটনীতিক বহিষ্কার) যে পথ বেছে নিয়েছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিচ্ছিন্নতা আরও বাড়বে।’
আরএ/