আরও ৫ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরায়েলি সেনারা
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনির প্রাণ গেল। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২০ ফিলিস্তিনির মৃত্যু হলো। খবর আল-জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনের শুরুতে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হন। এর আগে বুধবার (১৩ এপ্রিল) অপর তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
বুধবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী। সেনাদের লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে ওই কিশোর। তখন ‘আসন্ন হুমকি মোকাবিলায়’ সেনারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বুধবার রামাল্লার কাছে ইসরায়েল বাহিনী এক গ্রেপ্তার অভিযান চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, অভিযানে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলিদের উপর হামলার পরিকল্পনা করছিলেন।
সামরিক বাহিনী ও পুলিশের বিবৃতি অনুযায়ী, অভিযানে ‘সন্ত্রাসী’ সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে।
এর আগে বুধবার মুহাম্মদ হাসান মুহাম্মদ আসাফ নামের ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি আইনজীবীও ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন।
ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘোতি বলেন, ‘এসব হত্যাকাণ্ড বিপজ্জনক উসকানি। আমার মনে হয়, এই সংঘাত বড় ধরনের ইন্তিফাদায় রূপ নিতে পারে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়।
আরএ/