প্রধানমন্ত্রী হয়েই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা শাহবাজের
ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর নেতা শাহবাজ শরিফ। নির্বাচিত হয়েই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদে দেওয়া প্রথম বক্তব্যে এ ঘোষণা দেন পাকিস্তানের নতুন এই প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের নূন্যতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করা হবে। যা কিনা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। খবর জিও নিউজের।
এছাড়াও প্রতি মাসে ১ লাখ রুপির কম আয়কৃতদের বেতন আগামী ১ এপ্রিল থেকে ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামরিক ও বেসামরিক পেনশনও ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন শাহবাজ।
সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রার্থী শাহ মাহমুদ কুরেশীর বিপরীতে ১৭৪ জন সদস্যের ভোট পান শাহবাজ। তার দল পিটিআই-এর সব সদস্য ভোটগ্রহণ প্রক্রিয়া বয়কট করার পর কোনো ভোট পাননি কুরেশী।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন যে, ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন।
শাহবাজ শরিফ আরও জানান, লাভজনক দোকানগুলোতে সস্তায় গম বিক্রি করা হবে। যুবকদের ল্যাপটপ দেওয়া হবে ও বেনজির কার্ড চালু করা হবে বলেও জানান তিনি।
দীর্ঘ টানাপড়েনের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের মসনদ থেকে অপসারিত হন ইমরান। তার গদিচ্যুত করার পক্ষে ভোট দেন পার্লামেন্টের ১৭৪ সদস্য। ভোটাভুটির সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন না ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদিন মধ্যরাতেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান।
আরএ/