ইমরান ও তার দলের এমপিদের গণপদত্যাগ
ফাইল ফটো
পাকিস্তানের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সব এমপি পদত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দলটির পার্লামেন্ট সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডন।
এদিন বিকালে পার্লামেন্ট হাউসে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এক টুইট বার্তায় এই গণপদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ফাররুখ হাবিব।
টুইটে তিনি বলেন, আমদানি করা সরকারের বিরুদ্ধে পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় দল।
এই ঘোষণার পরপরই মুরাদ সাঈদ জাতীয় পরিষদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডন নিউজ টিভিকে তিনি বলেছেন, ‘বিদেশি শক্তির কি পাকিস্তানে সরকার গঠন বা পতনের অধিকার আছে?’
এদিকে প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে জাতীয় পরিষদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সেখান বেরিয়ে গেছেন ইমরান খান নেতৃত্বাধীন পিটিআইয়ের নেতারা। ফলে বিরোধী জোটের প্রার্থী পিএমএল–এন নেতা শাহবাজ শরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন বলে ডনের লাইভে বলা হয়েছে।
দীর্ঘ টানাপড়েনের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের মসনদ থেকে অপসারিত হন ইমরান। তার গদিচ্যুত করার পক্ষে ভোট দেন পার্লামেন্টের ১৭৪ সদস্য। ভোটাভুটির সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন না ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদিন মধ্যরাতেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান।
আরএ/