বিশ্বজুড়ে আরও কমেছে করোনায় শনাক্ত
করোনায় বিপর্যস্ত জনজীবন। কোনোভাবেই এ মহামারি নিয়ন্ত্রণে থাকছে না। তবে টিকাকরণ অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে করোনায় শনাক্তের হার।
বাংলাদেশ সময় শনিবার (৯ এপ্রিল) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ২২৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৮ হাজার ৪১৭ জনে। সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৫৯৩ জনের। এ দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮৮ হাজার ৫২৬ জন।
শুক্রবার (৮ এপ্রিল) শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮৬ জনের। বৃহস্পতিবার (৭ এপ্রিল) শনাক্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫৯৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭৪ জনের।
করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।
বিশ্বের আরও যেসব দেশে মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো–জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৪৫৪ জন, মৃত ৩৩৬ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৭৬৮ জন, মৃত ১৩৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ৬৬ হাজার ৫৩৫ জন, মৃত ১৪৪ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫৯ হাজার ২৯ জন, মৃত ৩১ জন), যুক্তরাজ্য (মৃত ৩৪৭ জন, নতুন আক্রান্ত ২৫ হাজার ৩০৫ জন) রাশিয়া (মৃত ২৮০ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৩১১ জন), ব্রাজিল (মৃত ১৪৭ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৫৭৫ জন)।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এসএ/