শপথ নেওয়ার পরদিনই শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন আলি সাবরি। দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে সোমবার (৪ এপ্রিল) শপথ নেওয়ার পর মঙ্গলবার (৫ এপ্রিল) পদত্যাগ করেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে গতকাল প্রেসিডেন্ট গাতাবায়া রাজাপাকসে তার ভাই অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে বরখাস্ত করে সাবরিকে নিয়োগ দেন। তবে এক দিনের মাথায় তিনিও পদত্যাগ করলেন।
প্রেসিডেন্টের কাছে দেওয়া এক চিঠিতে সাবরি জানান, তিনি সাময়িকভাবে এই দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগ পত্রে সাবরি লেখেন ‘আমি অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’
'তবে অনেক চিন্তাভাবনা ও আলোচনা করে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছি। আমার মতে মহামান্যের (প্রেসিডেন্ট) উচিৎ হবে এই নজিরবিহীন সংকট নিরসনে নতুন একজন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া, যিনি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিনব প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন', বলেন সাবরি।
সোমবার সাবরিসহ চার জনকে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রাজাপাকসে। এর আগে রবিবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য একযোগে পদত্যাগ করেন।
১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ।
আরএ/