আদালতের হাতে ইমরান খানের ভাগ্য
আদালতের হাতে ঝুলে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য। পাকিস্তানের সুপ্রিম কোর্ট চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে মঙ্গলবার (৫ এপ্রিল) ইমরান খানের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোট আটকাতে রোববার (৩ এপ্রিল) তার দল পিটিআই পার্লামেন্ট ভেঙে দেয় এবং ইমরান খান আগাম নির্বাচনের ঘোষণা দেন।
এরপর ক্ষিপ্ত বিরোধী জোট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এখন জানা যাচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া বৈধ ছিল কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মঙ্গলবার রায় দিতে পারে।
ইমরান খান অভিযোগ করছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অনাস্থা ভোট আমেরিকানদের একটি চক্রান্ত, যদিও যুক্তরাষ্ট্র এমন অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে রবিবার ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে একটি অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও পার্লামেন্টের স্পিকার কাসিম সুরি বিরোধী দলগুলোর জোটের অনাস্থা ভোট করার দাবি নাকচ করে দেন। পরে প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্ট ভেঙে দেন।
পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব নেওয়ার সাড়ে তিন বছরের মাথায় মন্ত্রিসভা বাতিল করে দিয়েছেন। অনাস্থা ভোট আয়োজনের প্রক্রিয়াকে 'সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র' হিসেবে উল্লেখ করেছেন ইমরান খান।
পাকিস্তান রাষ্ট্রের উত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটির কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদের পুরোটা সময় দায়িত্বে থাকতে পারেননি।
সূত্র: বিবিসি
আরএ/