নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘প্রথমবার’ তারাবি আদায়
যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইম স্কয়ারে ‘প্রথমবারের’ মতো একসঙ্গে ইফতার ও তারাবির নামাজ আদায় করেছেন সহস্রাধিক মুসল্লি।
শনিবার (২ এপ্রিল) পবিত্র রমজান মাসের প্রথমদিন ঐতিহাসিক স্থানটিতে সমবেত হন যুক্তরাষ্ট্র-কানাডার বিভিন্ন শহর থেকে যাওয়া মুসলিমরা।
আয়োজকরা অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে প্রায় দেড় হাজার খাবারের বক্স বিতরণ করেন। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত ও রমজান মাসের মাহাত্ম্যও বর্ণনা করা হয়।
এসকিউ নামে এক আয়োজক সিবিএস নিউজকে বলেন, আমরা এখানে এসেছি যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তাদের বোঝাতে। ইসলাম শান্তির ধর্ম।
তিনি বলেন, মুসলিমদের জন্য রোজা শুধু খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষেরা কেমন অনুভব করেন, তা জানা নয়। আমরা এটি করি যেন আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি।
টাইমস স্কয়ারে তারাবিতে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সব সংস্কৃতি, সব ধর্মেই কিছু ‘পাগল’ রয়েছে। তাদের ছোট সেই দলগুলো সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না। আমরা নামাজ, রোজা, ভালো কাজ ও দান-খয়রাতে উৎসাহিত করছি।
মুসলমানদের পবিত্র রমজান মাস মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে শনিবার থেকে শুরু হয়। রোজাদার মুসলমানরা দিনেরবেলায় পানাহার থেকে বিরত থাকেন ও রাতে জামাতে তারাবি নামাজ আদায় করেন।
পবিত্র এই মাসটিতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের ওহি নাজিল শুরু হয়েছিল। পবিত্র মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি ‘স্তম্ভের’ মধ্যে একটি।
আরএ/