কলম্বোয় কারফিউ প্রত্যাহার, আটক ৪৫
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে বিক্ষোভের পর কলম্বো ও আশেপাশের বেশ কয়েকটি এলাকায় জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে কারফিউ প্রত্যাহার করা হয়।
এদিকে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে নারীসহ ৪৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ। কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর।
খবরে বলা হয়, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে।
তবে বিক্ষোভের সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন কিনা তা জানা যায়নি। শ্রীলঙ্কায় ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদন বলছে, সহিংসতায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রাল, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়া এলাকায় কারফিউ জারি করা হয়।
এর আগে মিরিহানা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শতাধিক বিক্ষোভকারীর। এ সময় বিক্ষোভকারীরা ‘দূর হও গোতা’ এবং ‘গোতা একজন স্বৈরাচারী’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, একটি পুলিশ বাসে আগুন দেওয়া হয়েছে।
কেএফ/