জেনারেলদের কাছে ছুটলেন ইমরান খান
সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (৩০ মার্চ) দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
ফাওয়াদ বলেন, সামরিক নেতৃত্বকে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শ্রদ্ধা করে। দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর। খবর জিও নিউজের।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদ্রুপ করে ফাওয়াদ বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর একটি সমস্যা ছিল। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কবজায় নিতে চেয়েছিলেন।
প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক নেতৃত্বের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন জানিয়ে ফাওয়াদ বলেন, কেউ তাকে পদত্যাগ করতে বলেনি। আর প্রধানমন্ত্রীরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) দলটি কোয়ালিশ সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এমকিউএম বলেছে, তারা সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে বিরোধী দলকে সমর্থন দেবেন।
প্রায় সপ্তাহখানেকের চেষ্টায় বিরোধীরা কোয়ালিশ সরকারের অংশীদার এমকিউএমকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। আর এতে করে বর্তমান সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
এমকিউএম-পির ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইমরান একাধিক বৈঠক করেছেন বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
কেএফ/