ইসরায়েলের ঐতিহাসিক সম্মেলনে যোগ দিল আরব-যুক্তরাষ্ট্র
এক ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করেছে ইসরায়েল। সোমবার (২৮ মার্চ) এই সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাফিজ এক টুটার বার্তায় জানান, সামেহ শউকরি রোববার (২৭ মার্চ) ইসরায়েলে পৌঁছান। এরপর তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দেখা করেন। এ ছাড়া রোববার সন্ধ্যায় ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক নৈশভোজেও যোগ দেন।
এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় টুইটারে একটি ভিডিও শেয়ার করে। সেখানে দেখা যায় দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অংশগ্রহণকারীদের স্বাগত জানাচ্ছেন।
এদিকে লাপিদ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় তারা ইরানের পারমাণবিক ইস্যু ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
জানা গেছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো আব্রাহাম চুক্তির আওতায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওই চুক্তি সইয়ের পর দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হচ্ছে।
অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফর বিশেষ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইউক্রেনে শান্তি ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রেখেছে ইসরায়েল। ইসরায়েল ছাড়াও পশ্চিম তীর, মরক্কো ও আলজেরিয়া সফর করবেন তিনি।
আরএ/