করোনা পজিটিভ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। করোনার নতুন ধরন অমিক্রনের বিস্তারের মধ্যে রোববার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
কেপটাউনে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের সন্মানে অয়োজিত রাষ্ট্রীয় স্মরণানুষ্ঠান থেকে ফেরার পর অসুস্থবোধ করেন তিনি। ওই দিনই কোভিড পরীক্ষা করান সিরিল রামাপোসা।
রামাপোসা পশ্চিম আফ্রিকার চারটি দেশ, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ঘানা ও সেনেগাল সফর শেষে গত বুধবার দেশে ফেরেন। সফরকালে এই প্রত্যেকটি দেশে রামাপোসা ও তার সফরসঙ্গীদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছে তার দপ্তর।
সফরের শেষ পর্যায়ে বুধবার সেনাগালের রাজধানী ডাকার ছাড়ার আগে পরীক্ষায় রামাপোসার নেগেটিভ এসেছিল, সেই দিন দেশে ফেরার পর আবার তাকে পরীক্ষা করা হয়, সেই পরীক্ষার ফলও নেগেটিভ এসেছিল।
করোনাভাইরাস টিকার পূর্ণ ডোজ নেওয়া ৬৯ বছর বয়সী রামাপোসা শারীরিকভাবে চাঙ্গা আছেন এবং তার কোভিড-১৯ এর লক্ষণ মৃদু বলে জানিয়েছে তার দপ্তর। পরবর্তী এক সপ্তাহ তিনি স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন।
দক্ষিণ আফ্রিকার গবেষকরা নভেম্বরের শেষ দিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করার পর থেকে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতোমধ্যেই ডেল্টাকে সরিয়ে ওমিক্রন দেশটিতে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে।
কেএফ/