টিকার কার্যকারিতা কমাতে সক্ষম অমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডেল্টার চেয়ে বেশি সংক্রমণশীল ও এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম করোনার নতুন ধরন অমিক্রন। রোববার (১২ ডিসেম্বর) সংস্থাটির এক ব্রিফিংয়ে একথা জানানো হয়। এএফপি জানায়।
ডব্লিউএইচওর কারিগরি ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন হিসেবে পরিচিত 'ডেলটা'র চেয়েও দ্রুত ছড়ায় নতুন ধরন 'অমিক্রন'। পাশাপাশি এটি টিকার কার্যকারিতাও কমিয়ে দেয়।
৯ ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়েছে। বাহরাইন, মরিশাস, সাইপ্রাস ও মালাউয়িতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে এটি। দেশটির নতুন করোনা শনাক্তের ৭০ শতাংশই হচ্ছে ওমিক্রন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত অমিক্রন শনাক্ত হয়েছে ১৮৯৮ জনের। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম আরও জোরদার করতে শুরু করেছে দেশটি।
চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশিদের করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হবে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারি নাগাদ সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
কেএফ/