মার্কিন কংগ্রেসে জেলেনস্কির ভাষণ
ফের ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার দাবি
মার্কিন কংগ্রেসে দেওয়া এক ভাষণে আবারও ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার ভিডিওলিংকের মাধ্যমে মার্কিন কংগ্রেসে যুক্ত হন জেলেনস্কি। খবর বিবিসির।
আমেরিকার কাছে আরও সাহায্য চেয়ে এক আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি তাকে যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানান, যাতে ‘ইউক্রেনের আকাশকে রাশিয়া মৃত্যুর উৎসে পরিণত করতে না পারে’।
ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকেও ভিডিওলিংকের মাধ্যমে যোগ দেওয়া ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ নো-ফ্লাই জোন আরোপের আহ্বান জানান।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনের সমর্থনে এই জোট ঐক্যবদ্ধ এবং সদস্য দেশগুলো ইউক্রেনকে জরুরি সামরিক সরঞ্জাম দিচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। সেখানে 'শান্তি রক্ষায়' সেনা পাঠানোর নির্দেশ দেন তিনি। এরপর উত্তেজনা নতুন মাত্রা পায়। একই সঙ্গে 'প্রজাতন্ত্র' দুটিতে রুশ সেনাদের 'শান্তিরক্ষী' হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পুতিনের এই পদক্ষেপের পর পশ্চিমাদের পক্ষ থেকে বলা হয়, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে দিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
আরএ/