ইয়েমেনের ‘গোপন ড্রোন পরীক্ষাগারে’ হামলা চালাবে সৌদি জোট
ইয়েমেনের রাজধানী সানায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২৪ নভেম্বর) জোটের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার সতর্কতা জারি করেছে।
সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সানার একটি নির্মাণাধীন ভবনকে হামলার লক্ষ্য করা হয়েছে। সৌদি জোটের দাবি, হুতি বিদ্রোহীরা এ ভবনটিকে গোপন ড্রোন গবেষণাগার হিসেবে ব্যবহার করে আসছে।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সানার একটি গোপন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বোমা হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
২০১৪ সাল থেকে ইয়েমেনে এ সংঘাত চলছে। মনসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানাসহ দেশটির বিশাল এলাকা দখলে নেয় হুতি বিদ্রোহীরা। এর পর থেকে দেশটিতে হাদি সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। হাদিকে আবারও ক্ষমতায় আনতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।
/টিটি/এসএ/