২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন
ছবি: সংগৃহীত
রাশিয়ার ২০২৪ সালের মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্তত ৬টি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী নির্বাচনে পুতিনের অংশগ্রহণের প্রচার ও যাবতীয় প্রস্তুতির কাজ শুরু করেছেন তার উপদেষ্টারা।’
অপর সূত্রগুলোও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
অনেক বিদেশি কূটনীতিক, গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পুতিন আজীবন ক্ষমতায় থাকবেন। নাম প্রকাশে একটি বিদেশি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ‘সম্প্রতি পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন এবং শিগগিরই এ সম্পর্কিত একটি ঘোষণা আসবে।’
তবে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আরেক মেয়াদে নির্বাচনে অংশ নেবেন এমন কোনও ঘোষণা দেননি পুতিন এবং প্রচারের ঘোষণাও দেওয়া হয়নি।
৭১ বছর বয়সী পুতিন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না এই বিষয়ে রয়টার্স জানতে চাইলে পেসকভ রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট কোনও বিবৃতি দেননি। প্রচারের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এর আগে, সেপ্টেম্বরে পেসকভ বলেছিলেন, পুতিন নির্বাচনে লড়তে চাইলে কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবে না। এ সময় পুতিনের অসুস্থতা নিয়ে পশ্চিমাদের দাবি প্রত্যাখান করেন তিনি।