রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল: পুতিন
ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ার উপরে পশ্চিমা নানা দেশ যে নিষোধাজ্ঞা আরোপ করেছে, তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের আকাশসীমার উপরে বিমান চলাচল বন্ধ বা 'নো ফ্লাই জোন' ঘোষণা দিলে সেটিকে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে। কেউ যদি এমন করে তবে তাকে শত্রু হিসেবেই জবাব দেওয়া হবে।
তিনি বলেন, ‘তবে ঈশ্বরকে ধন্যবাদ যে সত্যিকার অর্থে সেরকম কিছু ঘটেনি’।
রাশিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন্স এরোফ্লোটের একটি প্রশিক্ষণ কেন্দ্র সফরকালে তিনি এ সব মন্তব্য করেন।
পুতিন বলেন, বর্তমান নেতাদের বুঝতে হবে যে তারা যে পথে এগোচ্ছে, সেই পথেই যদি এগোতে থাকে তাহলে তারা রাষ্ট্র হিসেবে ইউক্রেনের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবে।
রাশিয়াতে মার্শাল ল বা জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা এমন ধারণা নাকচ করে দিয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, সামরিক কর্মকাণ্ড রয়েছে এমন নির্দিষ্ট কোনো জায়গার বাইরে থেকে আগ্রাসনের ঘটনা ঘটলে শুধুমাত্র তখনই এমন পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এমন পরিস্থিতি এখন নেই। আমি আশা করছি এমন কিছু হবে না।
১০ দিন আগে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়েছে পুতিন সরকার। পুতিনের দেশের বাইরে থাকা সম্পদও ফ্রিজিং করা হয়েছে। রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এমনকি বিশ্বব্যাপী সুরক্ষিত আর্থিক পেমেন্ট নেটওয়ার্ক সুইফট থেকেও বাদ পড়েছে রাশিয়া।
আকাশসীমা অতিক্রম ও বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আসায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়ার বিমান শিল্প। এ ছাড়া অনেক বহুজাতিক কোম্পানি, টেক জায়ান্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কার্যক্রম স্থগিত করেছে রাশিয়ার সঙ্গে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড দেশটির বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করেছে। এছাড়া জারা, পেপল, স্যামসাং তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে রাশিয়ায়। এর আগে গুগল, ফেসবুকসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন স্থগিত করে।
সূত্র: বিবিসি
আরএ/