ওলাফ শোলৎজ-পুতিন ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে প্রায় এক ঘণ্টা পুতিন ও শোলৎজ আলাপ করেন। এফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শোলৎজের সাথে ফোনালাপে ইউক্রেনে চলমান সামরিক অভিযানে কিয়েভ বা অন্য কোনো শহরের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর বোমা বর্ষণের সংবাদকে 'ভুয়া খবর' বলে উল্লেখ করেছেন পুতিন।
ফোনালাপে ওলাফ শোলৎজ ইউক্রেনে রুশ সামরিক অভিযান এই মুহূর্তে বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জার্মান সরকারের একজন মুখপাত্র বলছেন।
এছাড়া ইউক্রেনের যেসব জায়গায় লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাপারেও শোলৎজ রুশ নেতার সঙ্গে কথা বলেন।
ওই মুখপাত্র জানান, আলোচনায় দুই নেতা আরেক দফা বৈঠক করার ব্যাপারে একমত হয়েছেন।
এছাড়া বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে, সেটি ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানান পুতিন।
তবে এক্ষেত্রে শর্ত দিয়েছেন কিয়েভকে অবশ্যই মস্কোর শর্তসমূহ পূরণের প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ইমানুয়েল ম্যাখোঁ। পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেন মাখোঁ।