খেরসন দখলের দাবি অস্বীকার করলো ইউক্রেন
রাশিয়া দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের দক্ষিণে খেরসন দখল করেছে। তবে তা অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। তারা বলছে রাশিয়ান সৈন্যরা শহরটিকে ঘিরে রেখেছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ সহ বেশ কয়েকটি শহরে মৃত্যু বাড়ছে। রাশিয়ান সামরিক কনভয় কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, মস্কো ইউক্রেনকে "নিশ্চিহ্ন" করতে চাইছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই আক্রমণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “ভারী মূল্য” দিতে হবে এবং ওয়াশিংটন সেটা নিশ্চিত করবে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে রাশিয়ার হামলা শুরু পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ৩৬ হাজার মানুষ ইউক্রেন থেকে চলে গেছে। এর মধ্যে প্রতিবেশী দেশ পোল্যান্ডে গিয়েছে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজারেও বেশি মানুষ।
এদিকে আরব আমিরাতের ইউক্রেন দূতাবাস জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে ইউক্রেনীয়দের উপর ফের ভিসার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
/এএস