জাতিসংঘে ল্যাভরভের বক্তব্যের সময় কূটনীতিকদের ওয়াক আউট
ছবি: রয়টার্স
জাতিসংঘের সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যের সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে সম্মেলন কক্ষ থেকে ওয়াক আউট করেছেন ইউরোপের কূটনীতিকরা।
মঙ্গলবার (০১ মার্চ) জেনেভায় জাতিসংঘের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এক টুইটে ফরাসি প্রতিনিধিদলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রুশ প্রতিনিধি ল্যাভরভ ভার্চ্যুয়ালি বক্তব্য শুরুর পর পরই কয়েক ডজন কর্মকর্তা সম্মেলন কক্ষ ছেড়ে যান।
টুইটে বলা হয়েছে, ‘ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন জানাতে জেনেভায় সম্মেলনে রুশ প্রতিনিধি ল্যাভরভের বক্তব্যের সময় ইউরোপীয় ইউনিয়ন ও এর মিত্ররা ওয়াক আউট করেন।’
এদিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে ল্যাভরভ জানান, ইউরোপীয় ইউনিয়নের ‘উস্কানিমূলক’ নিষেধাজ্ঞার কারণে তিনি সশরীরে সেখানে উপস্থিত হতে পারেননি।
বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ করায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সভায় যোগ দিতে পারেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আরএ/