রাশিয়ার হামলায় ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ
রাশিয়ার হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইউক্রেনের ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এরমধ্যে ৬৪ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
জাতিসংঘের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হবে। কারণ এখনও অনেক হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে হতাততের গণনা শুরু করেছে। সংঘাতে হতাহতের সংখ্যা যাচাইয়ে সংস্থাটির নিজস্ব কঠোর পদ্ধতি রয়েছে।
ওসিএইচএ আরও জানায়, বেসামরিক অবকাঠামোর ক্ষতি করায় লক্ষাধিক লোককে বিদ্যুৎ ও পানি থেকে বঞ্চিত করা হয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে মানবেতর পরিস্থিতি বিরাজ করছে।
জাতিসংঘ আরও বলেছে, দেড় লক্ষাধিক ইউক্রেনীয় এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউক্রেন সরকার অনুমান করেছে, রুশ আগ্রাসন প্রায় ৫০ লাখ শরণার্থী তৈরি হতে পারে।
এসএ/