পূর্ব ইউরোপে হাজার হাজার সৈন্য মোতায়েন
পূর্ব ইউরোপে সহস্রাধিক ন্যাটো সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেন-রাশিয়া বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আমরা যৌথ প্রতিরক্ষা প্রেক্ষাপটে প্রথমবারের মতো ন্যাটো জরুরী বাহিনী (এনআরএফ) মোতায়েন করছি। আমরা হাজার হাজার সৈন্যের কথা বলেছি। আমরা আকাশ ও সামুদ্রিক সক্ষমতার কথা বলেছি।
তিনি আরও বলেন, বেশ কয়েকটি মিত্র ইতোমধ্যেই ন্যাটো জরুরী বাহিনীতে সৈন্য নিয়োগ করেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, স্টোলটেনবার্গ বলেছেন, 'এনআরএফ' আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন বাহিনী এবং সেজন্যই আমরা এটি মোতায়েন করছি। কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে আমরা সব মিত্রদের রক্ষা করতে প্রস্তুত নই।
তিনি জানিয়েছেন ইউরোপ তার সাইবার প্রতিরক্ষা আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে।
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।