ইউক্রেন সঙ্কট মোকাবিলায় ব্যর্থ ন্যাটো-ইইউ: এরদোয়ান
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।
ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে এরদোয়ান বলেন, ন্যাটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
এরদোয়ান আরও বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন যে আজ আরও পরের দিকে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইউক্রেন বলছে, রাশিয়ার সেনাবাহিনী কিয়েভে ঢুকে পড়েছে।
রাশিয়া দাবি করেছে, তারা যুদ্ধে জয় লাভ করছে। তাদের সৈন্যরা দোনেৎস্ক এবং লুহানস্কের দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১৫০ জনের বেশি ইউক্রেনের সৈন্য আত্মসমপর্ণ করেছে এবং অসংখ্য সামরিক স্থাপনা, অস্ত্র ও যানবাহন ধ্বংস করা হয়েছে।
আরএ/