জেলেনস্কির অনুরোধে পুতিনের সঙ্গে কথা বলেছেন মাখোঁ
রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন তিনি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাখোঁ।
মাখোঁ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে পুতিনের সঙ্গে কথা বলার অনুরোধ করেছিলেন, কারণ জেলেনস্কি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
পুতিনকে ফোন করে মাখোঁ বলেন, তিনি যেন সামরিক অভিযান বন্ধ করেন। টেলিফোন কথোপকথন খোলামেলা, সরাসরি আর দ্রুত হয়েছে বলে তিনি জানান।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি তাকে আরও অনুরোধ করেছি যেন তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। তিনি (জেলেনস্কি) এই অনুরোধ করেছিলেন, কারণ তিনি পুতিনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।’
এসএ/