পুতিনের দুর্নীতি ঢাকতে যুদ্ধ মঞ্চায়িত করা হয়েছে- নাভালনি
জেলে বন্দী রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি মস্কো কারাগারে শুনানি চলাকালে অভিযোগ করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্নীতি ঢাকতে ইউক্রেন আক্রমণ করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার বিতর্কিত সংবাদ মাধ্যম ডজএইচডি (টিভি রেইন নামে পরিচিত) এর বরাত দিয়ে বলা হয়েছে, একটি ভিডিওতে নাভালনিকে ইউক্রেন আক্রমণের বিরোধিতা করতে শোনা গেছে। প্রতিবেদনে বলা হয়, কারাগারের পোশাক পরিহিত নাভালনি বলেছেন, এই যুদ্ধ রাশিয়ার নাগরিকদের হতাহত, দরিদ্রতা এবং ধ্বংস ভবিষ্যতের ধারাবাহিকতার দিকে নিয়ে যাবে।
পুরোনো এক জালিয়াতির অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে নাভালনি কারাগারে বন্দী। এর আগে তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করা হয়েছিল। নাভালনি এবং পশ্চিমাদের মতানুসারে অই বিষপ্রয়োগ পরিচালনা করেছিল ক্রেমলিন।
বর্তমানে তাকে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে নতুন অভিযোগে বিচার করা হচ্ছে, যাতে তার কারাবাস এক দশক বাড়তে পারে।