রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত: সের্গেই লাবরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ
ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রুশ সরকারি সংবাদ সংস্থা আইআরএকে এ কথা বলেন লাবরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখের বিষয় আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেননা। বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইন-ভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন।
তিনি বলেন, আমেরিকান সহকর্মীদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। ন্যাটো সদস্যদের সঙ্গেও কথা বলেছি।
লাবরভ বলেন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে। ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূলনীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত থাকবে।
বৃহস্পতিবার রুশ আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন। এছাড়া, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আরও অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর সাত বছরে প্রথমবারের মতো ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এই সংঘাতের খবরে সমস্ত শেয়ার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের সব বড় বড় স্টক মার্কেটে দিনের শুরুতেই দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়। আবার মার্কিন ডলার, সুইস ফ্রাঁ এবং সোনার দাম বেড়ে গেছে।
সূত্র: বিবিসি
আরএ/