যুদ্ধে অংশ নিতে জনগণকে আহ্বান জানাল ইউক্রেন প্রেসিডেন্ট
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
দেশকে রক্ষা করার জন্য জনগণকে যুদ্ধে অংশ নিতে আহ্বান জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেইসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত যে কাউকে অস্ত্র দেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এক টুইটে এ আহ্বান জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার সকালে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী।
টুইটে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া বিশ্বাসঘাতকতা করে আমাদের রাষ্ট্রে সকালে আক্রমণ শুরু করেছে, ঠিক যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী করেছিল।
তিনি বলেন, এখন পর্যন্ত এই দুই দেশ বিশ্ব ইতিহাসের বিপরীত দিকে ছিল। রাশিয়া বরাবরই মন্দের পথে যাত্রা করেছে, অন্যদিকে ইউক্রেন নিজেকে রক্ষা করছে। মস্কো যাই ভাবুক না কেন ইউক্রেন তার স্বাধীনতা ছাড়বে না।
দেশবাসীকে তিনি রাস্তায় নেমে এর প্রতিবাদ ও দেশকে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যুদ্ধের জন্য প্রস্তুত যে কাউকে অস্ত্র দেওয়া হবে।’
সূত্র: রয়টার্স
আরএ/