ইউক্রেনে রুশ হামলা
কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষের প্রাণহানি
ইউক্রেনের বড় বড় অনেক শহর এবং সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ প্রশাসন। এরমধ্যে ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন মারা গেছে বলে বলা হচ্ছে।
ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে তারা প্রায় ৫০ জন রুশ সেনাকে গুলি করে হত্যা করেছেন এবং ছয়টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছেন। রুশ হামলায় তাদের ৪০ জন সেনা প্রাণ হারিয়েছেন বলেও জানায় তারা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি তাদের প্রতিবেদনে বলে, পশ্চিম ইউক্রেনের একটি বিমানবন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা বিবিসি যাচাই করেছে। এর আগে মস্কো বলেছিল তারা সামরিক লক্ষ্যবস্তু এবং কয়েকটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পশ্চিমে ইভানো-ফ্র্যাকিভস্ক বিমানবন্দর।
এদিকে পূর্ব ইউক্রেনেও তুমুল লড়াই হচ্ছে বলে খবর আসছে। দেশটির দ্বিতীয় বড় শহর খারকিভের বাসিন্দারা বলছেন দুই পক্ষের মধ্যে গোলাবিনিময় এবং অনবরত বিস্ফোরণে তাদের ভবনের জানলাগুলো কাঁপছে।
আরএ/