কানাডায় দেড় শতাধিক বিক্ষোভকারী আটক
কানাডার অটোয়ায় জরুরি অবস্থা জারির পর আন্দোলনরত ট্রাকচালকদের দমাতে স্টান গ্রেনেড ও পেপার স্প্রে ছুড়েছে পুলিশ। দফায় দফায় চলছে পুলিশের সঙ্গে সংঘর্ষ। গত দুই দিনে ১শ' ৭০ জনকে আটক করেছে অটোয়া পুলিশ।
রাস্তা থেকে আন্দোলনরত ট্রাকচালকদের সরাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছেন অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল। এছাড়া শিশুদের আন্দোলন থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে আটক করা হয়েছে আন্দোলনে অংশ নেয়া প্রধান কয়েকটি সংগঠনের সদস্যদের। দেশটিতে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করার পর থেকেই অন্দোলন শুরু করে ট্রাকচালকরা। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন জোরালো রূপ নিলে পরিস্থিতি সামাল দিতে ১৪ই ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
শুক্রবার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার অভিযান শুরু করে। বিক্ষোভ দমাতে সরকার জরুরি আইন ব্যবহারের ঘোষণা দেওয়ার পর এ অভিযান শুরু করা হয়।
নতুন করে কেউ যেন বিক্ষোভে যোগ দিতে না পারেন সে জন্য আন্দোলনের কেন্দ্রস্থলের চারপাশে অটোয়া পুলিশ প্রায় একশ’র মতো চেক পোস্ট বসিয়েছে। অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল বলেন, অভিযানের অংশ হিসেবে পুলিশ ২১টি গাড়ি সরিয়ে নিয়েছে। অভিযানে কোনো বিক্ষোভকারী আহত হননি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।
করোনার টিকা নেওয়ার বিষয়ে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জানুয়ারিতে আন্দোলনে নামেন ট্রাকচালকরা। এর পর দেশটির রাজধানী অটোয়ার কেন্দ্রস্থলে ৪শ’র বেশি ট্রাক দাঁড় করিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এ ছাড়া আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ অ্যাম্বাসেডর সেতু বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।
কেএফ/