সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

যুক্তরাজ্যে রাশিয়ানদের অবৈধ বিনিয়োগ

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে কথা বিবেচনা করছে। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে রাশিয়ার বিনিয়োগ। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বিবিসিকে বলেন,'অতীতে লন্ডনে অবৈধ অর্থায়ন ছিল, আমরা সেগুলো চিহ্নত করছি এবং অবৈধ বিনিয়োগের পথ বন্ধ করছি।' এ সমস্যার মোকাবেলা করা কী কঠিন এ প্রশ্নই করেছেন তিনি।

রাশিয়া এবং সারা বিশ্বের অনেক ধনী ব্যক্তি এবং কোম্পানি যুক্তরাজ্যের আর্থিক খাত ও সম্পত্তিতে বৈধভাবে বিনিয়োগ করে থাকেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যে পাঁচ বিলিয়ন পাউন্ডের বেশি বিদেশি বিনিয়োগ চিহ্নিত করেছে, যেটাকে 'সন্দেহজনক সম্পদ' বলছে সংস্থাটি। আর ওই বিনিয়োগের এক-পঞ্চমাংশ এসেছে রাশিয়া থেকে।

ইংল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও রাশিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের সন্ধান যুক্তরাজ্যে পেয়েছে। ওই সকল বিনিয়োগ মূলত বিলাসবহুল সম্পত্তি, গাড়ি, স্কুল ফি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদান হিসাবে ব্যয় করা হয়।

আর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তির নামে নয় কোম্পানির নামে বিনিয়োগ করতে দেখা যায়। ফলে বেশিভাগ সময় ব্যক্তির পরিচয় পাওয়া একটু কঠিন হয়ে পড়ে। ইংল্যান্ড এবং ওয়েলসের ওভারসিজ কোম্পানির মালিকানা সংক্রান্ত ডাটাবেস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগে যে ৯৪ হাজার সম্পত্তি রয়েছে তার মধ্যে মাত্র ৪টিতে রাশিয়ার বিনিয়োগ চিহ্নিত হয়েছে। ওই চারটি কোম্পানির বৈধ রেজিস্ট্রেশন আছে। তবে ব্যক্তি মালিকানাধীন রাশিয়ানদের বিনিয়োগ আরও বেশি হবার সম্ভবনা রয়েছে। কারণ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মতো জায়গায় বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ অনেক বেশি। ২০২১ সালের অক্টোবরে প্যান্ডোরা পেপারসের ১২ মিলিয়ন নথি প্রকাশ হবার পর জানা গেছে, মোনাকোতে গোপন সম্পদ আছে পুতিনের। সেসময় বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান অন্তত ৩৫ জন নেতা ও ৩০০-র বেশি সরকারি কর্মকর্তার নাম উঠে এসেছে প্যান্ডোরা পেপারসে।

প্যান্ডোরা পেপারসকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির নথিগুলোর একটি। পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ এবং অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেই তথ্য ফাঁস হয়েছে প্যান্ডোরা পেপারসে। গবেষকরা ৭০০ টিরও বেশি অফশোর কোম্পানি শনাক্ত করেছে যেগুলোর ইংল্যান্ডে সম্পত্তির মালিকানা রয়েছে, এদের মধ্যে পাঁচ শতাংশই রাশিয়ান নাগরিকদের মালিকানাধীন।

উদাহরণ হিসেবে রাশিয়ার ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলেক্সি চেপার কথা বলা যেতে পারে যিনি ২০১১ সালে হল্যান্ড পার্কে একটি ১০ ​বেডরুমের প্রাসাদ কিনতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি কোম্পানির নাম ব্যবহার করেছিলেন। ওই সম্পত্তিটি গত বছর তিনি ২৫ মিলিয়ন পাউন্ডে বিক্রিও করেছেন। আলেক্সি চেপার প্রতিনিধি জানান, সম্পত্তি ক্রয়-বিক্রয়ে বৈধ পন্থা অবলম্বন করা হয়েছে।

যু্ক্তরাজ্য বিদেশি বিনিয়োগকারীদের গোল্ডেন ভিসা দিয়ে থাকে। সেক্ষেত্রে দুই মিলিয় বা তার বেশি বিনিয়োগকারীদের স্থায়ী আভিবাসন দেওয়া হয় এবং বিনিয়োগকারীরা তাদের পরিবারসহ থাকার সুযোগ পান।

তবে ইউক্রেন সঙ্কেটের জেরে রাশিয়া-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে চাপের মধ্যে সরকার শীঘ্রই এই স্কিমটি বাতিল করবে বলে ধারণা করা হচ্ছে। তবে গোল্ডেন ভিসাধারীরা পরিবারের সাথে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ পাবেন। তারা কত দ্রুত আবেদন করতে পারবেন তা নির্ভর করবে তাদের বিনিয়োগের ওপর। 

২০০৮ সালে এই স্কিমটি চালু হওয়ার পর থেকে ইংল্যান্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার ৫৮১জন রাশিয়ান নাগরিককে বিনিয়োগকারী ভিসা দিয়েছে। আর বিদেশি অবৈধ বিনিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকার ২০১৮ সালে ব্যবস্থা গ্রহণ করে। কোনো প্রকার কারণ না দেখিয়েই সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালু করে। আরেকটি ব্যবস্থা গ্রহণ করে সেটি হয় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। অবৈধভাবে বিনিয়োগ হয়েছে এমন সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। ২০১৬ সালে যুক্তরাজ্য সরকার ঘোষণ দেয় যে, মানি লন্ডারিং এর বিরুদ্ধে লড়তে বৈধ রেজিস্ট্রেশনের সুযোগ দেবে। ২০১৯ সালে রানি এলিজেবেথ বৈধ রেজিস্ট্রেশনের বিষয়ে সরকার আইন প্রণয়ন করার পরিকল্পনা করছে, তবে সেটা এখনও বাস্তবায়ন হয়নি। এমনি ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে এ আইন প্রণয়নের কথা ভাবলেও ২০১৮ সালে সিদ্ধান্ত পাল্টান।

রাশিয়ার বিনিয়োগকারীদের বিষয়ে কী সিন্ধান্ত নেবে যুক্তরাজ্য এমন প্রশ্নের মুখেই, রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা আরও জোরালো করার ঘোষণা এল দেশটির পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ভ্রমণ নিষেধাজ্ঞা বা সম্পদ জব্দ করার মতো বিষয়গুলো ভাবছে সরকার। আর আমেরিকার মতো মিত্র দেশগুলোর সঙ্গে এক হয়ে কাজ করবে তার দেশ। ক্রেমলিনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যুক্তরাজ্যের সম্পদ ফ্রিজ করা হবে, যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং তারা যুক্তরাজ্যের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে ব্যবসা করতেও পারবে না।

কেএফ/জেডএকে/

 

Header Ad

শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত

ছবি: সংগৃহীত

আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান নিজেও।

২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের চলচ্চিত্র ‘বরবাদ’। বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে, সে খবর অবশ্য আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই ছবিতে দেখা মিলবে কলকাতার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যেই মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।

বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন নুসরাত। তার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সবকিছু বলতে চাচ্ছি না। গানটির মুক্তির জন্য শুধু অপেক্ষা করছি।’

এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নুসরাত।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। ডিসেম্বরর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Header Ad

রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা, ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা, ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করে। এসময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষজনের।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন, গতকালকে ডিএমআরসির নেতৃত্ব ঢাকার বেশকয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম এ ঘটনার সুষ্ঠু একটা সমাধান করার জন্য। কিন্তু আমাদের দেওয়া সময়ের ভেতর তেমন কোনো পদক্ষেপ নেয়নি তারা। তাই আমরা আজ একত্রিত হয়েছি। আমরা শুনেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে আমরা এখন সেখানে যাবো। আমাদের সঙ্গে রায়সাহেব বাজারে ও যাত্রাবাড়ী সাত কলেজের অন্য শিক্ষার্থীরা যুক্ত হবে।

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করে নিষেধ করেন।

এসময় তিনি বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালকের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালকের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।

Header Ad

ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের চোটে পড়ে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে পরেছেন। টেস্ট সিরিজে না থাকলেও আশা ছিল ওয়ানডে সিরিজে ফিরবেন মুশফিক। তবে সেই আশাতেও এবার দেখা দিয়েছে শঙ্কা। বিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে যে চোট পুরোপুরি না সারায় মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাঠে নামতে না পারার সম্ভাবনাই বেশি।

আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই বাইরে ছিলেন মুশফিক। তখনই ধারণা করা হয়েছিল যে তার মাঠে ফেরা কিছুটা সময় লাগবে। তবে সবকিছু ঠিক থাকলে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মুশফিক মাঠে ফিরতে পারেন বলে জানা গেছে।

এদিকে কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজ মিস করা নাজমুল হোসেন শান্তর অবস্থা অনেকটাই উন্নতির দিকে। বিসিবি সূত্র বলছে, তার চোট নিয়ে করা এমআরআই রিপোর্ট সন্তোষজনক হলে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন তিনি।

এছাড়া গুঞ্জন রয়েছে, আবুধাবি টি-টেন লিগ শেষ করে ওয়ানডে দলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান। তবে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় এটি এখনো অনিশ্চিত।

বিসিবি চলতি সপ্তাহেই ওয়ানডে দল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একদিকে মুশফিকের অনুপস্থিতি, অন্যদিকে সাকিব ও শান্তর সম্ভাব্য ফেরা—এসব মিলিয়ে দলের গঠন নিয়ে আলোচনা চলছে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিপিং করার সময় চোট পান মুশফিক। এরপর থেকেই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। টেস্ট সিরিজে ফেরার আশাও ব্যর্থ হওয়ার পর ওয়ানডে সিরিজ দিয়েও ফেরা সম্ভব হলো না। এখন অপেক্ষা মুশফিককে চোটমুক্ত হয়ে ফের মাঠে দেখার।

Header Ad

সর্বশেষ সংবাদ

শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯