সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে মিথ্যাচার করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে মিথ্যাচার করছে রাশিয়া। আক্রমণের জন্য আরও ৭ হাজার সেনা পাঠানো হয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। বুধবার বাইডেন প্রশাসনের উর্ধ্বতন একজন কর্মকর্তা একথা জানান। খবর বিবিসির।
ওই কর্মকর্তা আরও বলেন, রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণ করতে পারে এবং সেজন্য একটি 'মিথ্যা' অজুহাত দাঁড় করাতে পারে।
এদিকে মস্কোন দাবি সামরিক মহড়া শেষ হওয়ার পর তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে।
অন্যদিকে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া সৈন্য সরিয়ে নিচ্ছে এমন কোনো প্রমাণ তারা পাননি।
বুধবার রাশিয়া-ইউক্রেন চলমান সংকট সমাধানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপ করেছেন। তারা ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার পক্ষে একমত হয়েছেন।
বুধবার রাশিয়ার এর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেওয়ার একটি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলি ক্রিমিয়া ছেড়ে চলে যাচ্ছে। তবে ওই ভিডিও ফুটেজটি ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময়কার।
এদিকে, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোল্টেনবার্গ বলেন, তাদের হাতে প্রমাণ রয়েছে যে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিচ্ছে না। এস্তোনিয়া আশঙ্কা করছে, রুশ সেনারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড দখলের দ্বারপ্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো ইউক্রেন থেকে দূরে নয় বরং দেশটির সীমান্তের আরও কাছে এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে, বুধবার রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘ডে অব ইউনিটি’ পালন করেছেন ইউক্রেনের জনগণ। পতাকা উড়িয়ে এবং জাতীয় সংগীত গেয়ে ঐক্যবদ্ধ হন দেশটির নাগরিকরা।
কেএফ/