সীমান্ত থেকে সেনাদের ফেরানো হচ্ছে: রাশিয়া
ছবি: বিবিসি
রাশিয়া স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) জানায় মস্কোর-অন্তর্ভুক্ত থাকা ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রথম সৈন্য প্রত্যাহার ঘোষণার একদিন পর সৈন্যরা তাদের স্থায়ী ব্যারাকে ফিরে যাচ্ছে বলেও জানায় রাশিয়া।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ সামরিক জেলার ইউনিটগুলো, কৌশলগত মহড়ায় তাদের অংশগ্রহণ শেষ করে তাদের স্থায়ী ব্যারাকে চলে যাচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক ইউনিটের ছবি দেখানো হয়েছে, যেখানে দেখা যায় সেনারা রাশিয়া নিয়ন্ত্রিত উপদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতু অতিক্রম করছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্যাঙ্ক, পদাতিক যান ও আর্টিলারি রেলপথে ক্রিমিয়া ছেড়ে যাচ্ছে।
এদিকে পশ্চিমী নেতারা সতর্কতা দিয়ে বলছে, রাশিয়া এখনও ইউক্রেনের উপর হামলা চালাতে পারে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেন মস্কোর আক্রমণের ‘একটি সম্ভাবনা’ রয়ে গেছে।
বাইডেন বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা এখনো কয়েক হাজার সৈন্য প্রত্যাহারের বিষয়টি যাচাই করতে পারেনি।
সূত্র: বিবিসি
আরএ/