করোনা: সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে নেদারল্যান্ডস
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমে যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে নেদারল্যান্ডস।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরনেস্ট কুইপারস বিধিনিষেধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু কমে যাওয়ায় সরকার আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগমস্থলে মাস্ক পরার বিষয়টি উল্লেখ করে আরনেস্ট কুইপারস বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং একটি মাস্ক পরা বুদ্ধিমানের কাজ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি সতর্ক করে বলেন, মহামারি এখনো পুরোপুরি শেষ হয়নি এবং স্বাস্থ্যগতভাবে যারা দূর্বল তাদের সতর্ক থাকা প্রয়োজন।
গতবছর ডিসেম্বরে দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে গেলে কঠোর বিধিনিষেধে আরোপ করে।
করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার পরপরই খুলে যাবে দেশটির বার, রেস্টুরেন্ট ও ক্লাবগুলো। করোনা মহামারির আগের পরিস্থিতিতে ফিরবে সবকিছু, বলছেন দেশটির সংশ্লিষ্টরা।
আরএ