সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
ইউক্রেন-রাশিয়া চলমান উদ্বেগজনক পরিস্থিতে ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বড় আকারের মহড়া অব্যাহত থাকলেও কিছু ইউনিটকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছে। তবে ঠিক কত সংখ্যক সৈন্য ফিরিয়ে আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়রি মন্ত্রণালয়।
ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ সেনা সমাবেশ ঘটানোকে কেন্দ্র করে চলমান উদ্ধেগজনক পরিস্থিতির মধ্যে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণা এল। যদিও রাশিয়া বরাবর ইউক্রেনে হামলা চালনোর কথা অস্বীকার করে আসছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বার বার বলে আসছে যে কোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভকে উদ্ধৃত করে সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।
ইগোর কোনাশেনকোভ ইন্টারফ্যাক্সকে বলেন, 'দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলার ইউনিটগুলো তাদের মিশন শেষ করেছে। ইতোমধ্যে তারা ট্রেন ও যান্ত্রিক গাড়িতে ওঠা শুরু করেছে। আর আজই তারা তাদের সেনানিবাস সরিয়ে নেওয়া শুরু করবে। আলাদা ইউনিটগুলো সামরিক বহরের অংশ হিসেবে পায়ে হেঁটে যাবে।'
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ জানান, পরিকল্পনা অনুযায়ী সেনা সদস্যরা বেশ কয়েকটি যুদ্ধ মহড়া শেষ করেছে। তবে আরও কিছু মহড়া এখনও চলছে বলে জানান তিনি।
ইগোর কোনাশেনকোভ বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী বড় আকারের ব্যবহারিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া অব্যাহত রেখেছে। বাস্তবে সব সামরিক জেলা, বহর এবং বিমানবাহিত সেনা সদস্যরা অংশ নিচ্ছে।’
ওই অঞ্চলের আরেক বড় মহড়া হচ্ছে রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়া। আগামী ২০ ফেব্রুয়ারি এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।
কেএফ/