আজ মস্কো সফরে যাবেন জার্মান চ্যান্সেলর
রাশিয়া-ইউক্রেন চলমান সংকট সমাধানে সোমবার দেশটির রাজধানী কিয়েভ সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। আজ মঙ্গলবার তার মস্কো সফরের কথা রয়েছে। মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
এর আগে ইউক্রেন ইস্যুতে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর লক্ষ্যে ওলাফ শলৎজ গত সপ্তাহে ওয়াশিংটন ও প্যারিস সফর করেন।
ইউক্রেন সংকট নিরসনে এক সপ্তাহ ধরে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ কিয়েভ সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন। ইউক্রেনকে আরও ১৫০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর।
তবে শিগগির ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করেছেন ওলাফ শলৎজ। একই সঙ্গে কিয়েভের চাহিদা অনুযায়ী জার্মান অ্যান্টিট্যাংক মিসাইল সরবরাহের বিষয়টি তিনি নাকচ করেছেন।
জার্মানির অস্ত্র সরবরাহের জন্য ইউক্রেনের দাবি সম্পর্কে চ্যান্সেলর বিস্তারিতভাবে কিছু বলেননি। তিনি শুধু সংকটময় এলাকায় অস্ত্র রপ্তানিসংক্রান্ত জার্মান আইনের কথা উল্লেখ করেছেন।
ইউক্রেন নিয়ে জার্মানির নীতির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক দফা জার্মানির সমালোচনা করেন। তারপর গতকাল ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওলাফ শলৎজের বৈঠক হলো।
ইউক্রেন বারবার জার্মানির অস্ত্র সরবরাহে অস্বীকৃতির সমালোচনা করে আসছিল। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ গত রোববার বার্লিনে বলেছিলেন, ইউরোপের শান্তির জন্য অত্যন্ত গুরুতর হুমকি, এমন এলাকায় নীতিগতভাবে মারাত্মক অস্ত্র সরবরাহ করতে চায় না জার্মানি।
বার্লিনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রে মেলনিক গতকাল বলেন, যুদ্ধের আশঙ্কা ক্রমশই বাড়ছে। রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে ইউক্রেনকে জার্মানির অস্ত্র ও অ্যান্টিট্যাংক মিসাইল প্রদানের অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূত আন্দ্রে মেলনিক জার্মানির কাছ থেকে ভারী অস্ত্রসহ ইউক্রেনের জরুরি প্রয়োজনে ১২ হাজার অ্যান্টিট্যাংক মিসাইল ও ১ হাজার অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল প্রদানের অনুরোধ করেছিলেন।
রাষ্ট্রদূত আন্দ্রে মেলনিক বলেন, যুদ্ধ ক্রমশ অনিবার্য হয়ে উঠছে। আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনের রাজধানীতে বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মস্কোয় যাওয়ার আগে জার্মানির চ্যান্সেলর কিয়েভে বলেন, তিনি রাশিয়ার সঙ্গে একটি অর্থবহ সংলাপের জন্য প্রস্তুত। ইউক্রেনে রুশ হামলার সম্ভাব্য পরিণতির দিকে তিনি প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টি আকর্ষণ করবেন।
কেএফ/