বিক্ষোভ দমাতে বিশেষ ক্ষমতা ব্যবহারের অনুমতি চান ট্রুডো
কানাডার বাধ্যতামূলক টিকানীতির বিরুদ্ধে ট্রাক চালকদের চলমান বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের ব্যাংক একাউন্ট জব্দসহ বিশেষ ক্ষমতা ব্যবহার করতে চান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর আলজাজিরার।
কানাডার ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা দেওয়ার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। কানাডিয়ান পার্লামেন্ট সাত দিনের মধ্যে এই বিশেষ ক্ষমতা ব্যবহারের ব্যাপারে অনুমতি দিতে পারে।
এবিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, বিক্ষোভকারীদের অবরোধের ফলে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ বিক্ষোভের ফলে প্রায় তিন সপ্তাহ ধরে দেশের আলবার্টা, ম্যানিটোবা এবং ব্রিটিশ কলাম্বিয়ার বেশ কয়েকটি সীমান্তে সংযোগসহ রাজধানীর কয়েকটি এলাকা বন্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার অন্যতম বাণিজ্যিক রুট অ্যাম্বাসেডর ব্রিজ থেকে সোমবার বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
এর আগে, কোভিড-১৯ মোকাবিলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বেশকয়েকদিন ধরে শত শত ট্রাকচালক বিক্ষোভ করে আসছে। তাদের ডাকা বিক্ষোভে অচল হয়ে পড়ে দেশটির রাজধানী অটোয়া। এছাড়াও সীমান্তবর্তী রুটগুলোতে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ছে। এদিকে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে ফ্রান্স, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সীমান্তে অবরোধ উঠিয়ে নিতে ট্রাকচালকদের নির্দেশ দেয় অন্টারিওর আদালত।
কেএফ/