১৭টি গুমের অভিযোগ খতিয়ে দেখল জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ
জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআইডি) ১২৬তম অধিবেশনে বিভিন্ন দেশে গুমের ১৭টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এসব দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।
গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
ওয়ার্কিং গ্রুপ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ওই ১৭টি গুমের অভিযোগকে তাদের জরুরি পদক্ষেপমূলক কার্যক্রমের আওতায় নিয়েছিল যা অধিবেশনে খতিয়ে দেখা হয়। অভিযোগগুলো আজারবাইজান, বাংলাদেশ, মিসর, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রাশিয়ান ফেডারেশন এবং সৌদি আরব সংশ্লিষ্ট।
এ ছাড়া ওয়ার্কিং গ্রুপ গুমের ৭২৭টি অভিযোগের পর্যালোচনা করেছে। এর মধ্যে জরুরি পদক্ষেপমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি এমন নতুন অভিযোগও রয়েছে এবং এই বিষয়ে পূর্বে হালনাগাদ করা তথ্যও রয়েছে।
এই অভিযোগের তালিকায় থাকা দেশগুলো হলো- আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।
এ ছাড়া অধিবেশনে গুমের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে দেওয়া ওয়ার্কিং গ্রুপের চিঠির জবাবগুলো নিয়েও আলোচনা হয়েছে। ওই চিঠিতে ওয়ার্কিং গ্রুপ অভিযোগগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছিল। অধিবেশনে নতুন কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
আগামী ৯ থেকে ১৩ মে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তাদের ১২৭তম অধিবেশনে বসবে।
আরএ/