রাশিয়া ও ইউরোপের সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক চায় ইউক্রেন
রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক ডেকেছে ইউক্রেন। সীমান্তে উত্তেজনা বাড়ায় এ সীদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর বিবিসির।
বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। স্থানীয় সময় রোববার (১৩ই ফেব্রুয়ারি) রাতে এ আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, 'সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'রাশিয়া যদি ওএসসিই এলাকায় নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে, তাহলে তাদের অবশ্যই উত্তেজনা নিরসনে সামরিক স্বচ্ছতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং সবার নিরাপত্তা জোরদার করতে হবে।'
এর আগে শুক্রবার ইউক্রেন ভিয়েনা চুক্তি অনুসারে সীমান্তে সেনাসমাবেশের বিষয়ে জানতে চাওয়া হলেও তা উপেক্ষা করে রাশিয়া।
ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটানোর পরও দেশটিতে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের দাবি যে কোনও মুহূর্তে বোমাবর্ষণ শুরু করতে পারে রাশিয়া।
এর মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ দূতাবাস কর্মীদেরও সরিয়ে নিয়েছে। এদিকে পোল্যান্ডে আরো সেনা ও নিরাপত্তা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
কেএফ/