ট্রাক চালকদের অবরোধ তুলে নিতে কানাডার আদালতে নির্দেশ
আদালতের রায় উপেক্ষা করে আমেরিকা-কানাডা সীমান্তের অ্যাম্বাসেডর ব্রিজ এখনও অবরোধ করে রেখেছেন কানাডার ট্রাক চালকেরা। কানাডার একটি আদালত ট্রাক চালকদের অবরোধ তুলে নেওয়ার রায় দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এ রায় কার্যকরের কথা ছিলো। খবর বিবিসির।
মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তের অ্যাম্বাসেডর ব্রিজ একটি প্রধান ক্রসিং। এটি উইন্ডসর, অন্টারিও এবং মিশিগানের ডেট্রয়েটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সংযোগ।
আদালতের আদেশের পর উইন্ডসর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত ক্রসিং ব্লক করা একটি ফৌজদারি অপরাধ। দোষী সাব্যস্ত ট্রাক চালকদের যানবাহন জব্দ করা হবে এবং সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের লাইসেন্স বাতিল করা হবে।
এর আগে আদালতের রায়ের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আন্দোলনকারী ট্রাকচালকদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমরা আপনাদের দাবিগুলো শুনেছি। এখন আপনাদের বাড়ি ফেরার সময় এসেছে। খবর আলজাজিরার।
শুক্রবার ট্রুডো বলেন, নিশ্চয়ই আপনি আপরাধমূলক কাজের কারণে লাইসেন্স হারাতে চান না যা আপনার চাকরি, জীবনযাত্রা এবং যুক্তরাষ্ট্রসহ অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, কোভিড থেকে মানুষকে নিরাপদ রাখার জন্য যে ব্যবস্থা তা সম্পর্কে আপনাদের হতাশার কথা আমরা শুনেছি। তবে এখন সময় ঘরে ফিরে যাওয়ার।
কেএফ/