আমেরিকা প্রবাসী মোদাসসার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি মোদাসসার খন্দকার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর ওজন পার্কের আল-আমান জামে মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সমাজকর্মী উপস্থিত ছিলেন। এসময় বিচার চেয়ে তারা শ্লোগান দেন।
হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে নিউ ইয়র্ক সিটি পুলিশ-এনওয়াইপিডির পক্ষ থেকে হ্যান্ডবিল প্রকাশ করা হয়েছে। খুনিদের বিষয়ে তথ্য দেয়ার জন্য সর্বোচ্চ সাড়ে তিন হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের কুইন্স ও ব্রুকলিনের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে প্রবাসী বাংলাদেশি মোদাসসার খন্দকার (৩৬) নিহত হন। বন্দুকধারীর গুলিতে আহত মোদাসসারকে স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এর কিছুক্ষণ পরেই চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাড়ির কাছে পার্কিলটে নিজের গাড়িটি পার্ক সময় অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
কেএফ/